দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৯ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: প্রাইম ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইউনিয়ন ব্যাংক, সাইথইস্ট ব্যাংক, এশিয়া ইন্সুরেন্স, ইসলামী ব্যাংক পিলসি, ব্যাংক এশিয়া পিএলসি, মিডল্যান্ড ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স এবং নিটল ইন্সুরেন্স লিমিটেড।

প্রাইম ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

যমুনা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ঢাকা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ট্রাস্ট ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

ইউনিয়ন ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ব্যাংক এশিয়া: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। গত সমাপ্ত অর্থবছর মিডল্যান্ড ব্যাংক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

সোশ্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল বিকাল পৌনে ৩টায় সভা অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

ওয়ান ব্যাংক পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

নিটল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।