দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইর সপ্তাহজুড়ে বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১২২ টাকা ৫০ পয়সা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আর ২০ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে উত্তরা ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে: লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ১৮ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ, বিএটিবিসির ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার, ওয়ালটন হাই-টেকের ৯ কোটি ৬৩ লাখ ৫০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার, বিএসআরএম লিমিটেডের ৮ কোটি ৫২ লাখ ৭০ হাজার এবং ন্যাশনাল পলিমারের ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।