মোঃ নাজমুল ইসলাম, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় রাজু আহমেদ (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাজু কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার মরহুম সায়েম উদ্দিনের ছেলে।
নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোনের বাসায় থেকে রাজমিস্ত্রীর যোগালির করতেন। ঘটনার দিন সকালে রাজু সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।