যুবসমাজের অগ্রগতির নতুন অধ্যায় : খেলাঘর ক্লাবের নতুন স্থাপনা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত
মুশফিক রায়হান : যুবসমাজের জন্য এক অনন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ২০০৩ সালে প্রতিষ্ঠিত খেলাঘর ক্লাব। দীর্ঘদিন ধরে সদস্যদের আর্থিক অনুদানে পরিচালিত এই ক্লাবটি এবার একটি স্থায়ী স্থাপনা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ক্লাবের উপদেষ্টা কালামের সাথে ক্লাবের সভাপতি আব্দুল হক খান, সহ-সভাপতি আহসান উল্যা রুবেল, সেক্রেটারী সাইফুর রহমান ফরহাদ, অর্থ-সম্পাদক আব্দুল মোতালেব এবং সহ-অর্থ সম্পাদক সোহেল উপস্থিত ছিলেন। এই বৈঠকেই ক্লাব নির্মাণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
খেলাঘর ক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হল একতার প্রতীক, যেখানে যুবসমাজ তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে নতুন দিগন্তে নিয়ে যেতে সমর্থ হয়। নতুন স্থাপনাটি হবে সেই শক্তি ও অনুপ্রেরণার কেন্দ্র যেখানে তরুণেরা নিজ নিজ প্রতিভা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারবে। ক্লাবের উপদেষ্টা কালাম বলেন, “আমাদের এই পদক্ষেপ তারুণ্যের শক্তিকে একতাবদ্ধ করবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”