শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দরপতনে বিনিয়োগকারীরা পুঁজি রক্ষার আন্দোলনে ডাক দেওয়ার ফলে সপ্তাহের শুরু থেকেই কিছুটা সূচকের উত্থান ঘটছে। তবে ডিএসইতে সূচকের উত্থানের সাথে লেনদেনও বেড়েছে। তবে আন্দোলনের ডাক দেওয়ায় ডিএসইতে সূচকের কৃত্তিম উত্থান হয়েছে বলে একাধিক বিনিয়োগকারীরা অভিযোগ করেন।

তারা বলেন, বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সূচকের টানা উত্থানের বিকল্প নেই। কারণ টানা দরপতনে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ফেসভ্যালুর কাছাকাছি চলে আসছে। এছাড়া বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যানের দ্রুত পদত্যাগ করতে হবে। বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা বাড়বে।

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৪ কোটি ৯২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৬ পয়েন্টে। সিএসইতে ২০৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০ টির দর বেড়েছে, কমেছে ৬৯ টির এবং ৩৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।