দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা করেছে। তবে তিন কোম্পানির মধ্যে গ্রামীনফোন লভ্যাংশে বড় চমক দেখিয়েছে। কোম্পানি তিনটি হলো: বিএটি বাংলাদেশ, সেনা কল্যান ইন্সুরেন্স এবং গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে।

বিএটি বাংলাদেশ: ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা কোম্পানিটি অন্তবর্তী ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করেছে। অর্থাৎ অন্তবর্তী ডিভিডেন্ডকে কোম্পানিটি ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা। আগের বছর আয় ছিল ৩৩ টাকা ১১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সা। আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

সেনা কল্যান ইন্সুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। আগের বছর আয় ছিল ৩ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সা। আগামী ২৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

গ্রামীণফোন: কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে গ্রামীণফোন ১৬০ শতাংশ অন্তর্র্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যেই শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড হিসাবে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড যোগ করেছে।

আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি মোট ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এবার কোম্পানিটির মুনাফা বেড়েছে, কিন্তু ডিভিডেন্ড কমেছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়। আগামী ২৩ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, এবং রেকর্ড ডেট হিসেবে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।