পুঁজিবাজারে টানা দরপতন এড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সর্বোচ্চ লেনদেন

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতন এড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানের সাথে সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সেইসঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এর মাধ্যমে চলতি বছরে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে শেষ ৮ কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবস মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বাড়ছে লেনদেনের গতি। ফলে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও কিছুটা কমে আসছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। এছাড়া সূচকের উঠানামার মধ্যে স্থিতিশীল হচ্ছে। এটা বাজারের জন্য ইতিবাচক দিক। আশা করি শিগরিই বাজারে সূচক ও লেনদেনের বড় উত্থান হবে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫ টির, দর কমেছে ১১৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। ডিএসইতে ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৮ কোটি ৯০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৯ পয়েন্টে। সিএসইতে ২২২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬ টির দর বেড়েছে, কমেছে ৬৮ টির এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।