মিউচুয়াল ফান্ডে সুবাতাস, বিক্রেতা উধাও ৯ কোম্পানির

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের এই উত্থানের বাজারে মিউচুয়াল ফান্ডের একচেটিয়া প্রভাব লক্ষ্য করা গেছে। এদিন মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি হঠৎ বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এদিন খাতটির লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে ৩৩টির দামই বেড়েছে। এরমধ্যে ৯টি ফান্ডের বিক্রেতারা লেনদেনের শেষ পর্যন্ত নিখোঁজ ছিল।
ফান্ডগুলো হলো: ফার্স্ট জনতা, ফার্স্ট প্রাইম, এবি ব্যাংক ফার্স্ট, ডিবিএইচ ফার্স্ট, আইএফআইসি ফার্স্ট, এমবিএল ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, প্রাইম ব্যাংক ফার্স্ট ও এসএমইএল গ্রোথ ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দুই-একটি বাদে বাকি সবগুলোর দাম আগের দিন নেতিবাচক বা অপরিবর্তিত ছিল। আজই নড়েচড়ে বসেছে এবং চোখে পড়ার মতো বেড়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট প্রাইম ও এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। এবি ব্যাংক ফার্স্টের ইউনিট লেনদেন হয়েছে ৯১ লাখ ৭০ হাজারের বেশি। আর ফার্স্ট প্রাইমের ইউনিট লেনদেন হয়েছে ২৯ লাখ ৭২ হাজারের বেশি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির তালিকায় এই ৯টি মিউচ্যুয়াল ফান্ড শীর্ষ অবস্থানে ছিল।