দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পর্ষদ ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। যার অনুমোদন দেয়নি বিএসইসি।তবে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের অনুমোদিত প্রেফারেন্স শেয়ার পুরোপুরি অবসায়ণযোগ্য, নন কনভার্টেবল, নন পার্টিসিপেটিং, কমোলেটিভ।

যার মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। যার মেয়াদ ছিলো পাঁচ বছর এবং ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে। যার মেয়াদ ছিলো ১২ বছর।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড হার ৬.২৫ থেকে ৭.৭৫ শতাংশ এবং স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড হার ০ শতাংশ।