দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) মনিরুল মাওলাকে আদালতে হাজির করা হবে। দুদকের মামলায় অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংক থেকে ভুয়া কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদান ও তহবিল লুটের ঘটনায় মনিরুল মাওলা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

উল্লেখ্য, মহাজোট সরকারের শাসনামলে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ জোরপূর্বক পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ আদায় করা হয়, যার বড় অংশই এখন খেলাপি। গত ৫ আগস্ট মহাজোট সরকারের পতনের পর ব্যাংকটির বেশিরভাগ পরিচালক ও ডিএমডি আত্মগোপনে চলে যান।

তবে মনিরুল মাওলা তখনো পদে বহাল ছিলেন। পরবর্তীতে কর্মকর্তাদের দাবির মুখে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে আর্থিক জালিয়াতির তদন্ত ও অভিযোগের ভিত্তিতে পরিচালনা পর্ষদ তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংক ২১ মে, ২০২৫ তারিখে সেই অপসারণে অনাপত্তি জানায় এবং ২০ জুন থেকে তা কার্যকর হয়।

বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকায়, যা ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ৪২.২২ শতাংশ। এই বিপুল পরিমাণ খেলাপির কারণে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকায়। এই ঘাটতি পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে ২০ বছরের সময় চেয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।