নাটোর ট্রেনে বোমা হামলা, আহত ৯
নাটোর: পিকেটাররা নাটোর রেলস্টেশনে ‘একতা এক্সপ্রেসে’ পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছেন।নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার বলেন শনিবার সকাল ৯টার দিকে তারা আগুন ধরান।
স্টেশন মাস্টার অশোক কুমার আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস নাটোর স্টেশনে এসে থামে।
এসময় যাত্রীবেশী কয়েকজন ট্রেনটির গার্ডরুমে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরে যায়। এদিকে সকালে এ ঘটনার পর বিএনপিকর্মীদের সঙ্গে আওয়ামী লীগকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫জন।
ট্রেনের নিরাপত্তারক্ষীরা ওই সময় ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অন্যদিকে রেলেরকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
একই সময় আরো কয়েকজন হরতাল সমর্থক ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ভাঙচুর চালায়। এতে ট্রেনের নয় যাত্রী আহত হন বলে জানান স্টেশন মাস্টার। এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।
এদিকে ট্রেন ছেড়ে যাওয়ার পরপরই রেলস্টেশন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেনসহ ৫জন আহত হন।