নলছিটির ৫৩ বিদ্যালয়ের শিক্ষকরা বেতন পাচ্ছেন না
কায়কোবাদ তুফান: নলছিটি উপজেলার ৫৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শত ১২ জন শিক্ষক ৪ মাস ধরে বেতন পাচ্ছে না। বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষদের পরিবার।
অনুসন্ধানে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় ১ বছর পূর্বে জাতীয়করণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৯ জানুয়ারী বিদ্যালয়গুলো জাতীয় করনের ঘোষনা দেন।
এর ধারাবাহিকতায় নলছিটি উপজেলার ৫৩ টি বেসরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের আওতায় আনা হয়। সরকার ঘোষিত নতুন স্কেল অনুযায়ী শিখ্ষকদের বেতন পাওয়ার কথা থাকলেও গত বছরের আগষ্ট মাস পর্যন্ত পুরারো স্কেল অনুযায়ী তারা বেতন ভাতা উত্তোলন করেছেন।
সেপ্টেম্বর মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর নেওয়াজ জানান ৪ মাস ধরে বেনত বন্ধ থাকায় শিক্ষরা পরিবার পরিজন নিয়ে তীব্র শীতের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
এমনকি মাসিক হিসেবে বাজার করার দোকানদারদের বকেয় টাকা না দিতে পারায় বাকিও দিচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, মন্ত্রনালয় থেকে বরাদ্ধ এলেই শিক্ষকরা বেতন পাবেন।