ফেন্সিডিলসহ বগুড়ায় তিন জন আটক
বগুড়া: বগুড়ায় ফেন্সিডিলসহ তিন যুবক আটক হযেছে। র্যাবের-১২ স্পেশাল কোম্পানীর সদস্যরা একটি বিশেষ অভিযান চালিয়ে ৮০৩ বোতল ফেন্সিডিলসহ ঐ তিন জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোররাতে শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকায় তল্লাশীকালে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী বগুড়ার কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি টহল দল ভোররাতে মাটিডালি বিমানমোড় এলাকায় সন্দেহজনক ৩ জনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে মোট ৮০৩ বোতল ফেনসিডিল উদ্ধার হলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- দিনাজপু জেলা সদরের কাঞ্চনপুর গ্রামের সত্যেন চন্দ্রের ছেলে রুবেল চন্দ্র দাস (২১), একই জেলার বিরল উপজেলার বসন্তপুর গ্রামের মো. রেজাউল ইসলাম (২০) এবং শরয়িতপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের মৃত হাফেজ ব্যাপারীর ছেলে মো. মিজান ব্যাপারী (২৫)।