চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ত্রিমূখী সংঘর্ষ আহত ১০
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ২:১৭:৩৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, চট্রগ্রাম: (চবি) ছাত্রলীগ-পুলিশ এবং শিবিরের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে।
রোববার বেলা সোয়া ১টার দিকে ছাত্রলীগের মিছিলে শিবির গুলি চালালে উভয় পক্ষে সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ এলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়।
রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারি সার্কেলের এএসপি নিজামুদ্দিন। দুপুর ৩টার দিকে তিনি জানান, ‘সংঘর্ষ থেমেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করতে হয়।’ ঘটনাস্থল থেকে দুজনতে আটক করা হয়েছে বলেও জানান এএসপি।
এরআগে চবি ছাত্রলীগ শাখার দপ্তর সম্পাদক জালাল উদ্দিন সুমনের পায়ের রগ কাটার জের ধরে গত রাতেও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ এবং শিবির।