চট্টগ্রামে বুধবার হরতাল ডেকেছে শিবির
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ৫:১৩:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেতা হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
রোববার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন শিবির নেতা মামুন হোসেন।এর প্রতিবাদেই এই কর্র্মসূচি আহ্বান করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
শিবির চট্টগ্রাম নগরের (দক্ষিণ) প্রচার সম্পাদক জামির আব্দুল্লাহ বলেন, “মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে এ হরতাল পালন করা হবে।”
এর অর্থ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা হরতালের আওতায় থাকবে। তিন পার্বত্য জেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান জামির।
তিনি বলেন, সোমবার দুপুরে চট্টগ্রাম কলেজ মাঠে মামুনের জানাজায় শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম এ হরতাল ডাকেন।