স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: সুশীল সমাজের সদস্য ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম রাজনৈতিক সহিংসতার মধ্যে আয়োজিত আগামী ৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়েছেন । বুধবার নতুন বছরের প্রথম দিনে তার সম্পাদিত ডেইলি স্টারের এক মন্তব্য কলামে মাহফুজ আনাম এ আহ্বান জানান।
গত ২৭ ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কাছে আমরা ‘দয়া করে ৫ জানুয়ারির নির্বাচন করবেন না’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছি। সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেন ৫ জানুয়ারির নির্বাচন করা উচিত না,
এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। আজকে আমরা নতুন বছরের নতুন আশায়, অব্যাহত রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ সহিংসতা ও প্রাণহানির আশংকায় আবারো আমাদের আবেদনের পুনরাবৃত্তি করছি ।
কারণ সংবিধানের প্রতি মানুষের বিশ্বাস ও নির্বাচন প্রক্রিয়ার প্রতি ভোটারদের আস্থা তৈরি এবং গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব। তাছাড়া ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে তা অব্যাহত থাকলে বিপর্যয়ের মুখে পড়বে দেশের অর্থনীতি।