রাজধানীর মিরপুরে বাসে আগুন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ১০:৫৭:০৬ পূর্বাহ্ন
ঢাকা : রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারী। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মিরপুর-১ নম্বরে মিরপুরের সনি সিনেমা হলের পাশে স্বাধীন বাংলা মার্কেটের সামনের সড়কে মিরপুর-আজিমপুর রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।