অবরোধ উপেক্ষা করেই কোটি শিক্ষাথীর হাতে নতুন বই
আলমগীর হোসেন, ঢাকা: বিরোধী জোটের টানা অবরোধের মধ্যেও সারাদেশে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছেছে নতুন বই। এ বছর ৩কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন শিক্ষার্থীর হাতে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৮৩ কপি বিতরণ করা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ করেন। এছাড়া সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব করেই বই বিতরণ করা হচ্ছে।
বুধবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যপুস্তক উৎবের উদ্বোধন করেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে স্মারক হিসেবে এক সেট বই তুলে দেন।
প্রতিবছর ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করা হয়। তবে এ বছর শিক্ষাবর্ষের প্রথম দিন আখেরি চাহার সোম্বা উপলক্ষে স্কুল-মাদ্রাসা বন্ধ থাকায় পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে ২ জানুয়ারি।