ঢাকা: সংঘাতে জর্জরিত দক্ষিণ সুদানের ইউনিটি এবং জংলেই রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বুধবার দেশটির প্রেসিডেন্ট সালভা কির এই জরুরি অবস্থা জারির নির্দেশ দেন বলে দক্ষিণ সুদান সরকার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে।
অনেকদিন ধরেই দেশটির এই দুই রাজ্যে সরকারি বাহিনী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকহারের অনুগত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলে আসছিল।
এদিকে দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি ও বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার ইথিওপিয়ায় আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু আলোচনার ঠিক আগের দিনই দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা এতে প্রভাব ফেলবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।