খালেদার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ৭:৫৭:০০ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ১৮ দলীয় জোটের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে ৪ টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
দুবৃত্তরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় । তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল (অব:) আব্দুল মজিদ আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান আমি বিস্ফোরণের শব্দ শুনেছি।
তবে কয়টা ককটেল বিস্ফোরিত হয়েছে তা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না।