তোফায়েল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নির্বাচনকালীন সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,যারা বঙ্গবন্ধুকে ভালো বাসেন,তারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে আ’লীগ করেন।

ঢাকা ৪ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলার সমর্থনে ঢাকা-৪ আসনের শ্যামপুরে এক নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাই এ আসনে আবু হোসেন বাবলাই আ’লীগ ও জাতীয় পার্টির প্রার্থী। নৌকার মতো লাঙ্গলও এখন শেখ হাসিনার মার্কা।আ’লীগ সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি বলেন,যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, তাদের উচিত ৫ তারিখের নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আবু হোসেন বাবলাকে বিজয়ী করা। জাতীয় পার্টি জোটের গুরুত্বপূর্ণ দল। তাই এখন নৌকার মতো লাঙ্গলও শেখ হাসিনার মার্কা।”

তোফায়েল আহমেদ আরো বলেন, “আওলাদ হোসেনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে আ’লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। আ’লীগের কোনো নেতাকর্মী যদি তার পক্ষে নির্বাচনী প্রচার কাজে অংশ নেয়, তাহলে আ’লীগে তাদেরও স্থান হবে না।”