মেয়েদের কাপড় খুলতো লজ্জা লাগে না
ঢাকা: মেয়েদের কাপড় খুলতো লজ্জা লাগে না । অসিনের কথা হলো কাপড় খুললেতো আর শরীরের কোনো অংশ ক্ষয়ে যাবে না। হাউসফুল-৩ ছবিতে বেশ কিছু রগরগে দৃশ্য আছে। সে সবে তিনি নগ্ন হয়েই কাজ করবেন। ‘হাউসফুল-২’ ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী ও খোলামেলা পারফর্ম করেছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এর পরবর্তী সিক্যুয়ালে কাজ করতে যাচ্ছেন।
ইতিমধ্যে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অসিন। জানা গেছে ছবিতে আগেরটির চেয়েও বেশি খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন তিনি। পাশাপাশি অক্ষয় কুমারের বিপরীতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন তিনি।
এই নিয়ে অসিনের যুক্তি একেবারে কাটখোট্টা। তার কথা হলো কাপড় খুললেতো আর শরীরের কোনো অংশ ক্ষয়ে যাবে না। মূলত ‘হাউসফুল-২’ ছবির মধ্যে দিয়েই প্রথমবারের মতো খোলামেলা হয়ে পর্দায় আসেন অসিন। এই ছবির মাধ্যমেই সাহসী দৃশ্যে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
সে সূত্রে এবার ‘হাউসফুল-৩’ ছবিতেও তার সেক্সসিম্বল ইমেজ উপস্থাপিত হবে দর্শকদের কাছে। ছবির তিনটি গানে পারফর্ম করবেন অসিন। এই ছবি থেকে ইতিমধ্যে বাদ পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে ছবিতে অসীন ছাড়াও কাজ করার কথা রয়েছে দীপিকা পাডুকোন, জন আব্রাহামের। ছবির একটি আইটেম গানে অসিনসহ পারফর্ম করতে পারেন তিনজন নায়িকা।
এই ছবিতে অভিনয় ও খোলামেলা হয়ে পারফর্ম করা প্রসঙ্গে অসিন বলেন, সাজিদ খানের ‘হাউসফুল-২’ এ কাজ করেছিলাম। দর্শকদের অনেক ভাল রেসপন্স পেয়েছি সেখান থেকে। এবার আবারও এর পরবর্তী সিক্যুয়েলে কাজ করছি। এখানেও হট অসিনকেই আবিষ্কার করা যাবে। আমি এখানে খোলামেলা হওয়ার জন্য প্রস্তুত। আশা করছি দর্শকদের ভাল লাগবে।