স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজধানীর মগবাজারে ঝটিকা মিছিল করেছে । শনিবার সকালে মিছিল বের করে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেইট এলাকা থেকে শনিবার সকাল আটটার দিকে শিবিরের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়।
মিছিলকারীরা হরতাল ও অবরোধের সমর্থনে স্লোগান দেয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কিছু সময় পর তারা আশপাশের গলি দিয়ে চলে যায়।
রমনা থানা পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি।