বাংলাদেশেই হবে এশিয়া কাপ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৪ ২:১৬:০১ অপরাহ্ন
মো: মাহিম মোগল,ঢাকা: অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশকে ‘হ্যাঁ’ বললো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নানা নাটকীয়তার পর ২০১৪ সালের এশিয়া কাপ বাংলাদেশেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা এসিসি।
শনিবার শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এশিয়া কাপ এদেশ হতে স্থানান্তরিত হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা পরিকল্পনা ও সরকারের আশ্বাসের প্রেক্ষিতে টুর্নামেন্টটি বাংলাদেশেই রাখার সিদ্ধান্ত নিলো এসিসি। যে টুর্নামেন্টটি মার্চে আয়োজিত হওয়ার কথা।
প্রসঙ্গত, শনিবার এসিসির সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।