সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: অলি
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ এমপি বলেছেন,আ’লীগ সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বয়কট করুন।অনুষ্ঠিতব্য নির্বাচন বাকশালী কায়দায় হচ্ছে।
নীল নকশার একতরফা এই নির্বাচন দমন নিপীড়নকে পাকাপোক্ত করার নির্বাচন। সময় ফুরিয়ে যায়নি সময় আছে, ভোট দেওয়া থেকে নিজেদের অন্যদেরকে বিরত রাখুন।
বিশ্ববাসীকে আরেকবার দেখিয়ে দিন বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে তারা ভুল করে না।তিনি অভিযোগ করে বলেন,সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। অলি বিবৃতিতে বলেন, জনগণ সাবধান। সবকিছু ধ্বংস হওয়ার পর হুঁস আসলে কোনো লাভ নাই।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দী করে রেখেছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস, নয়াপল্টন কেন্দ্রীয় অফিসে কাউকেও যেতে দেওয়া হচ্ছে না। এসব কিসের আলামত ক্ষণিকের জন্য ভেবে দেখুন। সমগ্র বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে।
শুধু প্রতিশোধ ও বিরোধী দলকে নির্মূল করার হুমকি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। যুব সমাজকে জেগে উঠতে হবে। সকল প্রকার অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।