ঢাকা: মঙ্গলে বাসা বাঁধার জন্য ১০৫৮ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৬২ জন ভারতীয়। মঙ্গল নেদারল্যান্ডের প্রতিষ্ঠান মার্স ওয়ানের কাছে সারা পৃথিবী থেকে ১৪০টি দেশের মঙ্গলযাত্রায় ইচ্ছুক ২লক্ষ আবেদন জমা পড়েছিল। আবেদন করেছিলেন ২০,০০০ ভারতীয়ও।

মার্স ওয়ানের কাছে ই-মেইলের মাধ্যমে আবেদন জমা পড়েছিল। সেই ই-মেইল থেকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকায় স্থান দেয়া হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের এখনই হতাশ হওয়ার কিছু নেই। ২০১৪-১৫ সালে তারা ফের মঙ্গল যাত্রার জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, ১,০৫৮ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ২৯৭ জন নির্বাচিত হয়েছেন। কানাডা থেকে নির্বাচিত হয়েছেন ৭৫জন। ভারত থেকে ৬২ ও রাশিয়া থেকে ৫২জন নির্বাচিত হয়েছেন।