বগুড়া: বগুড়ার গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ওপুলিশ সুত্রে জানায়, সকাল ৯টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পর পুলিশ নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও বাক্স গাবতলী মডেল থানায় নিয়ে আসে। এরপর পরই ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী থানা লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানায় অবস্থানরত কিছু সংখ্যক পুলিশ থানার পিছন দিয়ে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়।
পরে র্যাব ও বিজিবির সহায়তায় পুলিশ থানার তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে ব্যাপক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর ১৮ দলের নেতাকর্মীরা পিছু হটে। এসময় পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের গুলিতে ১৮ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে।