গাজীপুরে পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ১১:৪৯:২৯ পূর্বাহ্ন
ঢাকা: গাজীপুর কালিয়াকৈরে পেট্রলবোমায় দগ্ধ ট্রাকচালক নুরুজ্জামান মারা গেছেন। রবিবার ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই জানান, শনিবার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নুরুজ্জামান দগ্ধ হন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। সেখানেই রবিবার ভোরে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, রবিবার ভোররাত ৪টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।