রিচি সোলায়মান ও চঞ্চল চৌধুরীর ‘সুন্দরের কাছে’
ঢাকা: অভিনেত্রী রিচি সোলায়মান ও অভিনেতা চঞ্চল চৌধুরী এর আগে বেশ কয়েকজন প্রখ্যাত নাট্যপরিচালকের নির্দেশনায় নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
তবে প্রথমবারের মতো তারা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন একটি নাটকে। খণ্ড এ নাটকটির নাম ‘সুন্দরের কাছে’।
উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা। ‘রোদ্দুর’-এর ব্যানারে নাটকটি নির্মিত হচ্ছে।
রিচি-চঞ্চল ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ও মুনিয়া। চয়নিকা চৌধুরীর নির্দেশনায় রিচি সর্বশেষ ‘তিনি এবং একজন ভদ্র মহিলা’ নাটকে কাজ করেছেন। রিচি ও চঞ্চল চৌধুরী প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন বৃন্দাবন দাসের রচনায় ও সাইদুল আনাম টুটুলের পরিচালনায় ‘বিয়ের ফুল’ নাটকে।
এরপর তারা দু’জন আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। দু’জন সর্বশেষ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘গপ্পো’তে। নাটকটি খুব শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে।