ভোটকেন্দ্রে হামলার সময় এক যুবকের মৃত্যু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ১২:২৭:২৩ অপরাহ্ন
মুন্সিগঞ্জ,প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রে হামলার চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগ মুহূর্তে উপজেলার দক্ষিণ কাঠাদিয়া-শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইউএনও নাসরীন বলেন, ওই যুবক কেন্দ্রের সামনে একটি পেট্রেলবোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করলে সে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।