উৎসাহ উদ্দীপনা ছাড়াই নির্বাচন হচ্ছে: কামরুল
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ৪:০৯:৫০ অপরাহ্ন
মাহিম আলমগীর, ঢাকা: আ.লীগের ঢাকা মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো আমেজ নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা এবং সংবিধানকে অক্ষুণ্ন রাখার জন্য এটা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
ঢাকা-৭ আসনের চকবাজার শিশু মাতৃসদন কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
একাদশতম নির্বাচন নিয়ে তিনি বলেন, আপনারা যাকে প্রধান বিরোধীদল (বিএনপি) বলছেন, তারা যদি সহিংসতা বন্ধ করে এবং জামায়াতের সঙ্গ ছেড়ে আলোচনায় আসে তাহলে সমঝোতার বিষয়ে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার আরো বাড়বে বলেও আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন ।