স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: পুলিশ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি’র চেয়ারপারসন ও ১৮ দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে থেকে জলকামান ও বালুভর্তি ট্রাক সরিয়ে নিয়েছে । রোববার বেলা আড়াইটার দিকে পুলিশ তা সরিয়ে নেয়।
এখন খালেদা জিয়ার বাড়ির একদিকে লোহার পাইপের ব্যারিকেড ও অন্যদিকে পুলিশের একটি কার্ভাডভ্যান রাখা হয়েছে।
প্রসঙ্গত, খালেদা জিয়াকে তাঁর বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে বলে দাবি করে আসছে বিএনপি। গত ২৯ ডিসেম্বর ‘মার্ ফর ডেমোক্রেসি’ কর্সূচিতে যোগ দিতে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ তাঁকে গাড়িতেই আটকে দেয়।
ওই সময় বাসার সামনে বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে দুটি করে চারটি ট্রাক রাখা হয়েছিল। পরে দুটি ট্রাক সরিয়ে নেয়া হয়।