স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সারাদিন ধরে নির্বাচন কমিশনে দৌঁড়ঝাপ করছে । রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটেও কমিশনে এসেছেন আ’লীগের দুই মন্ত্রী ও এক উপদেষ্টা।
এরা হলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী আব্দুল রাজ্জাক ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ভোটারবিহীন নির্বাচনের বৈধতা দিতে আ’লীগ ও নির্বাচন কমিশনের মধ্যে চলছে বুঝাপড়া।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত দুইবার নির্বাচন কমিশনে এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
জানা গেছে, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ায় উদ্বিগ্ন আওয়ামী লীগ। তার সাথে সাথে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ কমিশনারদের সময় কাটছে দৌঁড়ঝাপের মধ্য দিয়ে।