বরিশাল: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ৮৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১২৯ জন। এ আসনের ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান-হাতুরী প্রতীক নিয়ে ৩৫ হাজার ৩৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির (এ) মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু-লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৮১ ভোট।বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ১০৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ৫৬৩ জন।
এ আসনের নৌকা মার্কার প্রার্থী স্বেচ্ছাস্বেকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ১ লক্ষ ৭৫ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনএফ’র প্রার্থী আঞ্জুমান সালাউদ্দিন-টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৮ ভোট।
অপরপ্রার্থী জাতীয় পার্টি (জেপি) শেখ মোঃ জয়নাল আবেদীন-বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২১৬ ভোট। জেলা রিটানিং অফিসের ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।