ঢাকা ৬ জাপার ফিরোজ রশীদ বিজয়ী
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ৯:৩৯:৫৭ অপরাহ্ন
ঢাকা: ঢাকা ৬ আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ৯৮টি কেন্দ্রে ৪৫ হাজার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থিত জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কাজী ফিরোজ রশীদ।
তার নিকটপ্রতিদ্বন্দ্বী হয়েছেন হাতী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুর রহমান সহিদ। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ২৫৯ ভোট। যদিও তিনি বেলা দেড়টার দিকে ভোট বর্জন করেন।
অন্যদিকে কুঁড়েঘর প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মো. আকতার হোসেন পেয়েছেন মোট ১ হাজার ১১১ ভোট।
উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপরই ভোটগণনা শুরু হয়। ভোট কম পড়ায় দ্রুত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।