বছরে ২১ ছবির সংগীত পরিচালক শুভ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৬ ১১:০৩:১৬ পূর্বাহ্ন
ঢাকা: সংগীত পরিচালক হিসেবে অনেক আগেই ঢাকাই চলচ্চিত্রের দর্শক ও শ্রোতাদের মন জয় করেছেন আলী আকরাম শুভ। ‘কী জাদু করেছো বলো না’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
গত বছর মুক্তি পাওয়া ৫২টি ছবির মধ্যে তাঁর সংগীত পরিচালনায়ই মুক্তি পেয়েছে ২১টি। বছরের শুরুতে তাঁর সুরে ‘জোর করে ভালোবাসা হয় না’ থেকে শুরু করে ‘নিষ্পাপ মুন্না’, ‘মাই নেম ইজ খান’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’সহ প্রতিটি ছবির গানই শ্রোতাপ্রিয় হয়েছে।
এ বিষয়ে শুভ বলেন, “গানই আমার ধ্যান-জ্ঞান। পুরো দিনই কাটে গানের পেছনে। চেষ্টা করে যাচ্ছি শ্রোতাদের ভালো লাগা আর রুচির সঙ্গে তাল মিলিয়ে চলতে।
তাঁরাও আমার গান পছন্দ করছেন। ফলে প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় আমার নামটি থাকে শীর্ষে। আশা করছি, বাকি দিনগুলোতেও শ্রুতিমধুর গান উপহার দিতে পারব শ্রোতাদের।”