স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: র্যাব-২ বিশেষ অভিযানে রাজধানীর হাজারীবাগ ও রায়ের বাজার থেকে ৬৫ বোতল পেট্রলবোমা, চারটি ককটেল ও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে ।এ ঘটনার সাথে সম্পৃক্ত মুরাদ ও শহিদ নামে দুজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টা এবং রাত একটার দিকে হাজারীবাগ মুনসুরাবাদ ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে পেট্রলবোমা ও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান জানান, আদাবরের মুনসুরাবাদের ১৯/ডি বাসায় গতকাল রাত ৭টা ৩০মিনিটে অপারেশন চালিয়ে বেশ কিছু পেট্রলবোমাসহ সজিব ও মুরাদ নামের দুই জনকে আটক করা হয়।
এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে রায়ের বাজারের ১২৭/১ নম্বর বাসা থেকে পেট্রলবোমা, ককটেল, পেট্রল এবং বিপুল পরিমাণের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এই দুই বাসা থেকে সর্বমোট ৬৫টি পেট্রল বোমা এবং চারটি ককটেল এছাড়া তিন লিটার পেট্রল পাওয়া যায়।
দুপুরে সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে বলে জানিয়ে র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান