তেলেগু সিনেমার জনপ্রিয় নায়কের আত্মহত্যা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৬ ১:৪১:০৪ অপরাহ্ন
ঢাকা: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা উদয় কিরণ আত্মহত্যা করেছেন। রবিবার রাতে হায়দ্রাবাদে নিজ ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সোমবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।তবে আত্মহত্যা করার কারণ এখনও জানা যায়নি।
উদয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু সিনেমা পাড়ায়। দক্ষিণ ভারতের প্রায় ১৮টি সিনেমায় অভিনয় করা উদয়কে ডাকা হয় হ্যাটট্রিক হিরো নামে।
তেলেগু সিনেমা নুভুউ নেনু-এর জন্য ২০০১ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার জেতেন উদয়। ২০১২ সালে দক্ষিণের মডেল ভিসিথাকে বিয়ে করেন।
শেষবার উদয়কে দেখা গিয়েছে অ্যাকশান বিনোদন সিনেমা জয় শ্রীরামে। ২০০০ সালে ‘ছিটরাম’ সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ হয় তার।