১৮ দলস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আ’লীগের অধীনে নীল নকশার একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও ভোটের দিন সারা দেশে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা

অবরোধের পাশাপাশি সোমবার ভোর ছয়টা থেকে সারা দেশে চলছে টানা ৪৮ ঘণ্টার হরতাল। বুধবার ভোর ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে।

রোববার সন্ধ্যা ছয়টার দিকে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক এ ঘোষণা দেন।

ড. ওসমান ফারুক বলেন, “একদলীয় নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। জনগণ ঘৃণাভরে ভোট প্রত্যাখ্যান করেছে। সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুণ্ডা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে সরকার টিকে থাকার চেষ্টা করছে। জালিম সরকারের পতন অনিবার্য।