আসন থাকলে জালভোট হবেই: সুরঞ্জিত
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আসন থাকলে জালভোট হবেই। তবে দেশের জনগণ নির্বাচনে অংশ নিয়েছে এটাই মুলকথা।
সোমবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘দেশের চলমান রাজনীতি’ সম্পর্কিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘১৮ দলের ভয়ভীতি দেখানোর পরেও ৪২ শতাংশ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন ছিল নীতি আদর্শের নির্বাচন। স্বাধীনতার মূল্যেবোধ ধরে রাখতে আমাদের কোন পিছপা নেই।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন বাজি রেখে ভোট দিয়ে জনগণ তারেক রহমানের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে।’আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দেশি বিদেশি কিছু গণমাধ্যম এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা নির্বাচনের ইতিবাচক দিক প্রচার না করে নেতিবাচক দিকগুলো প্রচার করছে।