পাবনায় ২৯টি পেট্রোল বোমাসহ ককটেল ও গুলি উদ্ধার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ১১:৪৮:৪২ পূর্বাহ্ন
পাবনা: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯টি পেট্রোল বোমা, ১২টি ককটেল, বন্দুকের ৪ রাউন্ড গুলি ও ৩টি বারুদ রাখার পাইপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান পিএসসি জানান, জেলার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মেজর এবিএম ফারুকুজ্জামান বলেন, ‘অভিযানে ওই গ্রামের ভোলা হলদারের বাড়ির পিছনে ছাইয়ের গাদার মধ্যে থেকে ২৯টি পেট্রোল বোমা, ১২টি ককটেল, বন্দুকের ৪ রাউন্ড গুলি ও ৩টি বারুদ রাখার পাইপ উদ্ধার করা হয়।’তবে এসময় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।