হাফিজকে বাঁচানো গেল না
ঢাকা: ঘুমের বড়ি খেয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর হাসপাতালের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে করেছে এক যুবক। নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাসিন্দা হাফিজ (২০) মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার বারান্দার গ্রিলের ওপর দিয়ে নিচে লাফ দেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মৃত্যু হয় হাফিজের। গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে আনেন স্বজনরা।
‘প্রেমঘটিত কারণে’ হাফিজ ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান। তবে তার সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।
ভোরে সংজ্ঞা ফেরার পর হাসপাতাল থেকে ঝাঁপিয়ে পড়েন হাফিজ। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ তাকে উদ্ধার করে আইসিইউতে নিয়ে যান।