বিএনপি,জামাতের হত্যাকান্ডের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
মুজাহিদুল ইসলাম জাহিদ, জাবি: দেশব্যাপী বিএনপি জামাতের দেশবিরোধী ষঢ়যন্ত্র, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে অমর একুশে পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তি সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, বিএনপি জামাত সারাদেশে নারকীয় হত্যাকান্ড, দেশবিরোধী ষঢ়যন্ত্র ও ব্যাপক হামলা চালিয়েছে। যা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত রেহায় পায়নি।
আমরা এ হত্যাকান্ডের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।মিছিলটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।