স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: বিএনপির সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদক এমপিকে রাজধানীর বারিধারা থেকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ডিবি অফিস থেকে ছাড়া পান তিনি। একই সময় আটক বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে ছেড়ে দেয়া হয়নি।
এর আগে দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির ৬ নেতাকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।
এরপর সন্ধ্যায় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করার পর বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমানকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।