সাপাহার, নওগাঁ: দশম সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে সাপাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে জিরো পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে সাপাহার উপজেলা ১৮ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুন নূর, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু),
সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমির মাওঃ এরফান আলী, সেক্রেটারী সাইদুল ইসলাম, যুবদল সভাপতি শফিকুল ইসলাম,
সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রদল নেতা মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।