কলাপাড়া: ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছে জেলে এনছান আলী (২৫), জাকারিয়া (১৫), আদার (১৫)।
এছাড়া অপর জেলে আবুবকরকে (২৫) ভাসতে দেখে শনিবার রাতে অপর একটি ট্রলারের জেলেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গঙ্গামতি সংলগ্ন সাগরবক্ষে শুক্রবার বিকালে নৌকাটির তক্তা ভেঙ্গে ডুবে যায়।
আড়ত মালিক নাসির আকন্দ জানান, ইঞ্জিন চালিত (ডান্ডি জালের) নৌকা নিয়ে সাগরে যাওয়ার পরে এরা সবাই নিখোঁজ থাকে।
রবিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি তিনজনের কোন খোঁজ মেলেনি।