ঢাকা: ওবামা আল কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে মার্কিন সেনারা হত্যা করেনি বরং তাকে অপহরণ করেছে বলে দাবি করেছেন কুয়েতের একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ। কুয়েতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আন নাফিসি সম্প্রতি এই সন্দেহের কথা তুলে ধরেছেন আল মারসাদ সংবাদ নেটওয়ার্কে।

তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনকে ধরার জন্য ব্যাপক সময় ব্যয় করবে ও ১১ বছর ধরে তাকে খুঁজে বেড়াবে এবং পাকিস্তানে তাঁকে খুঁজে পাওয়ার পর পরই তাকে হত্যা করবে- এমন দাবি যৌক্তিক কোনও কারণ নেই।

আন নাফিসি আরো বলেছেন, লাদেনকে মার্কিন সেনারা অপহরণ করেছে এ জন্যই যে লাদেনের সাঙ্গপাঙ্গরা কয়েক বছর ধরে যে নীতি অনুসরণ করে আসছে তা চূড়ান্ত করা।

তিনি বলেছেন, এখন এটা সহজেই দেখা যাচ্ছে যে আলকায়দার সমমনা গ্রুপগুলোর মধ্যে অতীতে যে ব্যাপক ঐক্য ছিল তা এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।

এর আগে ইতালির একজন সংসদ সদস্যও মার্কিন সরকারের এই দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন যে তাদের সেনারা বিন লাদেনকে হত্যা করেছে। পাওলো বার্নিনি নামের ওই সংসদ সদস্য এও বলেছিলেন যে,  আমেরিকায় ১১ই সেপ্টেম্বরের হামলার ঘটনা ছিল ‘ঘরোয়া কাজ’. আলকায়দাকে ধ্বংস করাসহ লাদেনকে হত্যার অজুহাতে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকার বুশ সরকার আফগানিস্তানে হামলা চালিয়েছিল।