ঢাকা: রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনের সড়কে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রমনা পুলিশের পরিদর্শক (পেট্রোল) শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা গাবতলী-গুলিস্থান রুটের আরেকটি বাস তাকে চাপা দেয়।
এ ঘটনার পরপরই চালক দ্রুত বাস নিয়ে ওই এলাকা ত্যাগ করায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক (পেট্রোল) শহীদুল জানান।