মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের মাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুপারে কয়েকশ যান আটকা পড়েছে। প্রায় ছয় শতাধিক যাত্রী নিয়ে ৬টি ফেরি রাত থেকে মাঝ নদীতে আটকা পড়ে আছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, ঘন কুয়াশায় বয়া-বাতি দেখা না যাওয়ায় বুধবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে মাওয়া ও কাওড়াকান্দিতে দুই শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়ছে।
শেখর চন্দ্র জানান, দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কলমীলতা, কাকলী, রানীগঞ্জ, রানীক্ষেত ও লেন্টিং ফেরি নোঙর করা হয়।কয়টা নাগাদ আবার ফেরি চলাচল শুরু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।