এবার স্বামী-স্ত্রী রণবীর-দীপিকা!
ঢাকা: ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’ সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বলিউডি পর্দা জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন।
‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় একসঙ্গে ঘনিষ্ঠভাবে অভিনয়ের পর এবার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন রানভির-দীপিকা।
নির্মাতা হোমি আদাজানিয়ার সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’-এ তাদের সঙ্গে আরও থাকবেন অর্জুন কাপুর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অর্জুনের সঙ্গে কিছু দৃশ্যে অভিনয় করেছেন রণবীর। তবে তার অভিনীত বেশিরভাগ দৃশ্যই রয়েছে দীপিকার সঙ্গে। তাদের মধ্যেকার পর্দার রসায়ন এই সিনেমায় ভালোভাবে দেখা যাবে।
রণবীর মাত্র তিনদিনের জন্য গোয়াতে গিয়েছিলেন শুটিং করতে। এই তিনদিন অর্জুন আর দীপিকার সঙ্গে মিলে অনেকটা সময় কেনাকাটা করে আর ঘুরে বেড়িয়ে কাটিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও রণবীর-দীপিকার ঘনিষ্ঠতা বরাবরই সংবাদের শিরোনাম হয়ে আসছে। নিউ ইয়র্কে বসে নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানিয়েছেন দুজন। ‘ফাইন্ডিং ফ্যানি ফারনান্ডেজ’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে চলতি বছরের ৪ জুলাই।